বিজয় হাজারেতে সুপার শো, রোহিতের সেঞ্চুরি, কোহলির ১৬ হাজার রানের মাইলফলক
Authored By:
নিউজ ডেস্ক, , দৃষ্টিভঙ্গি, ১৭:৪৬: ঘরোয়া ক্রিকেটে নামলেই আলো কাড়ে বড় তারকারা—আর সেই আলোয় আবারও ভাসল বিজয় হাজারে ট্রফি। বোর্ডের নির্দেশ ছিল স্পষ্ট: জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ফর্ম আর ফিটনেস প্রমাণ করতেই হবে মাঠে নেমে। সেই চ্যালেঞ্জকেই যেন হাসিমুখে গ্রহণ করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ফল? দুই মহাতারকার ব্যাটে সেঞ্চুরির ঝড়, সঙ্গে একাধিক রেকর্ড।
বিসিসিআইয়ের নির্দেশ মেনে বহুদিন পর ঘরোয়া ক্রিকেটে নামলেন রোহিত শর্মা। প্রায় সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। প্রতিপক্ষ সিকিম হলেও মাঠে নামার পর কোনও রকম দয়া দেখাননি ভারত অধিনায়ক। মাত্র ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৬২ বলেই সেঞ্চুরি, ৯টি ছক্কা ও ১৮টি চারের সৌজন্যে কার্যত একার হাতে ম্যাচ বের করে নেন রোহিত। মুম্বই অনায়াসে ৮ উইকেটে জয় পায়। উল্লেখযোগ্য বিষয়, জয়পুরে প্রায় ১২ হাজার দর্শক হাজির ছিলেন শুধু রোহিতের ব্যাটিং দেখতেই—আর তাঁরা কেউই হতাশ হননি।
অন্যদিকে বিরাট কোহলির সামনে প্রতিপক্ষ তুলনায় শক্ত—অন্ধ্রপ্রদেশ। কিন্তু নামটাই তো বিরাট কোহলি। প্রথম বলেই লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। শচীন তেণ্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন কোহলি, তাও অনেক কম ইনিংসে। এরপর সেই ম্যাচেই এল অনবদ্য শতরান, যা তাঁর ধারাবাহিকতারই আরেক প্রমাণ।
বর্তমান সময়ে ঘরোয়া ক্রিকেটের মান ও নিচের সারির দলগুলোর বিরুদ্ধে এত বড় তারকাদের খেলানো কতটা যুক্তিযুক্ত—তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে এই ম্যাচগুলো যে রোহিত ও কোহলির জন্য আদর্শ প্রস্তুতির মঞ্চ, তা বলাই যায়।
বোর্ডের নির্দেশ মানা হোক বা ফর্মে ফেরার বার্তা—বিজয় হাজারে ট্রফির এই দিনে একটাই কথা স্পষ্ট, রোহিত ও কোহলিকে আলাদা করে কিছু প্রমাণ করতে হয় না। ব্যাটই তাঁদের হয়ে সব কথা বলে দেয়।