কেমন কাটালেন #SRKDAY2024 শাহরুখ খান ও তাঁর ভক্তরা?

গতকাল ছিল সুপারস্টার শাহরুখ খানের ৫৯তম জন্মদিন।

November 3, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল ছিল সুপারস্টার শাহরুখ খানের ৫৯তম জন্মদিন। এবারে সুরক্ষার জন্য মন্নতের ব্যালকনিতে আসেননি শাহরুখ খান। কিন্তু তাঁর ভক্তরা বঞ্চিত হননি জন্মদিন পালনের থেকে।

মুম্বইয়ের বাল গন্ধর্ব রং মন্দিরে ভক্তদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন সুপারস্টার শাহরুখ খান। নাচ গান, ASKSRK, কেক কাটায় ভরপুর ছিল সন্ধ্যা।

সুপারস্টারের সাথে ভক্তরাও কথা বললেন। অনুষ্ঠানের শেষের দিকে গ্রুপ ছবিও তুলতে দেখা গেল বাদশাহ কে তাঁর ভক্তদের সাথে। রিটার্ন গিফটও পেলেন তাঁর ভক্তরা প্রতিবারের মতো।

শাহরুখের জন্মদিন আর কলকাতা কিছু করবে না তাই হয় নাকি? টিম শাহরুখ খান ফ্যান ক্লাব কলকাতা এবারে জন্মদিন পালন করল মীর ফাউন্ডেশন ও ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটের অ্যাসিড ভিকটিম সারভাইভরসদের সাথে।


Survivors- রা তাঁদের কিছু কথা বললেন এবং শাহরুখ খানকে ধন্যবাদ জানালেন তাঁদের পাশে এইভাবে থাকার জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen