রাত পোহালেই বাদশার জন্মদিন, ভিড় জমতে শুরু করেছে মন্নতের সামনে

প্রতিদিন তাঁর বাসভবন মন্নতের বাইরে অগুনতি ভক্ত উপস্থিত থাকে তাঁকে একটিবার দেখার জন্য।

November 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাত পোহালেই তাঁর জন্মদিন। তাঁর ভক্তসংখ্যা সারা বিশ্বজুড়ে । হ্যাঁ, ঠিকই ধরেছেন আগামীকাল সুপারস্টার শাহরুখ খানের ৫৯তম জন্মদিন।

প্রতিদিন তাঁর বাসভবন মন্নতের বাইরে অগুনতি ভক্ত উপস্থিত থাকে তাঁকে একটিবার দেখার জন্য। আজ ভিড় ৫ গুণের বেশি হতে চলেছে। টিম শাহরুখ খান ফ্যান ক্লাব কলকাতার ভক্তরা ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গেছে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে। দীপাবলিতে আলো দিয়ে সেজে উঠেছে মন্নত তার উপর বাদশাহর জন্মদিন।

মাঝরাতে মন্নতের ব্যালকনিতে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তাঁর সিগনেচার স্টাইলে ভক্তদের ভালোবাসা ছড়িয়ে দেন। ভক্তদের ধন্যবাদ জানান এত বছর তাঁর পাশে থাকার জন্য।

২ নভেম্বর দুপুরে আয়োজিত হয় #SRKDay, এইবারেও #SRKDAY2024 আয়োজন হবে। প্রত্যেক ফ্যান ক্লাব থেকে শাহরুখ খানের ভক্তরা থাকবেন সেখানে। সুন্দর অনুষ্ঠান হয় যেখানে শাহরুখের সাথে কথা বলার সুযোগও পান তাঁর ভক্তরা। আজই সেই বিশেষ দিনে শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বহু ভক্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen