কিং অফ রোমান্স’-র মুকুটে নয়া পালক, প্রথমবার ‘সেরা অভিনেতা’র জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
Ritam Pramanik

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৭:৪০:তিন দশকের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। ‘বাদশার’ মুকুটে এবার যোগ হলো ‘জাতীয় পদক’। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দেন।
কয়েক মাস আগে ঘোষণা করা হয়েছিল, এবারের ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে সম্মানিত হবেন সকলের প্রিয় শাহরুখ খান। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
শাহরুখ খানের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ফৌজি ধারাবাহিক থেকে। এরপর তিনি ‘সার্কাস’, ‘দুসরা কেওয়াল’ ও ‘দিল দরিয়া’ মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। ১৯৯২ সালে পরিচালক হেমা মালিনীর ‘ড্রিম গার্ল’ সিনেমায় ডাক পান তিনি। যদিও এই সিনেমা তাঁর প্রথম সিনেমা হতে পারত, ভাগ্য অন্য কিছু লিখেছিল।
এরপর মুক্তি পায় ‘দিওয়ানা’, যেখানে শাহরুখ ছিলেন দ্বিতীয় লিড। সিনেমার বিখ্যাত গান ‘কই না কই চাহিয়ে’-তে তাঁর এন্ট্রি সিন আজও ব্লকবাস্টার। এরপরের সময়ে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘দিলতো পাগল হ্যায়’, ‘করণ অর্জুন’, ‘কাল হো না হো’, ‘চক দে ইন্ডিয়া’, ‘পরদেশ’, ‘ত্রিমূর্তি’, ‘স্বদেশ’, ‘দিল সে’, ‘মাই নেম ইজ খান’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’সহ অসংখ্য হিট সিনেমা শাহরুখের ঝুলিতে যোগ হয়েছে।
এই সিনেমাগুলোই তাকে কিং খান হিসেবে পরিচিত করেছে এবং আজ, ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে সম্মানিত হওয়ার মাধ্যমে সেই স্বীকৃতি আরও দৃঢ় হলো।
শাহরুখ খানের জন্য জাতীয় পুরস্কার কখনও কখনও হাতের নাগালে ছিল-‘স্বদেশ’ ও ‘মাই নেম ইজ খান’-এর জন্য সে সময় তিনি পুরস্কার পেতে পারতেন। কিন্তু ভাগ্যসহায় হয়নি। ৩৩ বছর পর অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। এই স্বপ্ন শুধু শাহরুখ খান বা তাঁর পরিবারের নয়, এটি ছিল তাঁর ভক্তদের এবং সকল সিনেমাপ্রেমীদেরও, যারা দেখার অপেক্ষায় ছিলেন যে একদিন কিং অফ রোমান্সের হাতে জাতীয় পুরস্কার উঠবে।
আজ বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ৭১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা হিসেবে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান। ৩৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনের পর, কিং অফ রোমান্সের হাতে উঠে গেল জাতীয় পুরস্কারের সেই মর্যাদা।