তদন্তকারীদেরও তদন্তের আওতায় আনা উচিত, মত দেশের শীর্ষ আদালতের

September 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: সার্বিক ব্যবস্থার উপর আম জানতাদের আস্থা অক্ষুণ্ণ রাখতে তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেও কখনও কখনও তদন্ত হওয়া উচিত, এমনটাই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) আধিকারিকদের বিরুদ্ধে বুধবার তদন্তের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

ক্ষমতার অপব্যবহার করে হুমকি, ভয় দেখানো, অবৈধভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে একজন সিবিআইয়ের তৎকালীন যুগ্ম অধিকর্তা এবং অন্য জন ইনস্পেক্টর পদমর্যাদার এক আধিকারিক। ঘটনাটি প্রায় বছর কুড়ির পুরনো। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার আবেদন জানিয়েছিলেন এক ব্যবসায়ী সহ দু’জন।

দিল্লি হাইকোর্ট আগেই অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল। এবার সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখল। সর্বোচ্চ আদালতের বিচারপতি পঙ্কজ মিঠল এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ জানিয়েছে, কখনও কখনও তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen