কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ কলেজিয়ামের

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবগনামকে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিমকোর্ট কলেজিয়াম

February 10, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবগনামকে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিমকোর্ট কলেজিয়াম। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৩০শে মার্চ অবসর নেওয়ার কথা।

কলেজিয়ামের পরামর্শদাতা বিচারকরা বিচারপতি শিবগনামের নাম সুপারিশ করে রেজোলিউশন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে মিঃ টি এস শিবগনাম যে সময়কালের দায়িত্ব পালন করেছেন তা সেই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তাঁর কাজের অভিজ্ঞতা প্রদান করবে।”

উল্লেখ্য, লয়োলা কলেজ, চেন্নাই এবং বি.এল. মাদ্রাজ ল কলেজ থেকে বিচারপতি শিবগ্নানাম বিএসসি পাশ করেছেন। । তিনি ১৯৮৬ সালের সেপ্টেম্বরে তামিলনাড়ুর বার কাউন্সিলে অন্তর্ভুক্ত হন। তিনি ২০০৯-এর মার্চে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এর ২বছর পরে তাঁকে স্থায়ী করা হয়। এক দশকেরও বেশি সময় পরে, তিনি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হন, যেখানে তিনি ২৫ অক্টোবর, ২০২১-এ শপথ গ্রহণ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen