মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

এই মামলায় গোটা দেশকে অনুমতি দেওয়ার আরজি জানানো হয়েছে। তাই পরিস্থিতি একরকম নয়। একটা নির্দিষ্ট জায়গার জন্য হলে বিষয়টি বিবেচনা করে দেখা যেত।

August 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা পরিস্থিতিতে বের করা যাবে না মহরমের শোভাযাত্রা। বৃহস্পতিবার পথে তাজিয়া বের করে মহরম আয়োজনের আবেদন খারিজ করে সাফ জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জনগণের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করে। বিচারপতিরা জানান, “গোটা দেশে মহরমের জন্য একইরকম নির্দেশ দেওয়া সম্ভব নয়। এতে জটিলতা তৈরি হবে। তারপর কোভিড-১৯-এর সংক্রমণ ছড়ানোর জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়কেই কাঠগড়ায় তোলা হবে। আমরা সেটা চাই না। তাই মহরমের অনুমতি দেওয়ার অর্থ একটা গোটা সম্প্রদায়কে সমস্যার মধ্যে ঠেলে দেওয়া।” সেই কারণেই সব দিক বিচার করে এই রায় দেওয়া হয়েছে।

অন্যান্য বছরের মতো করোনার জেরে এবার অনেক কিছুই বদলে গিয়েছে। ফিকে হয়েছে গণেশ চতুর্থীর রং। এমনকী অন্যান্যবারের মতো করে উদযাপন করা যায়নি স্বাধীনতা দিবসও। তবে চলতি মাসে মহরম যাতে প্রতিবছরের মতোই পালন করা যায়, সেই আরজি নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের কে জাওয়াদ নামের এক আইনজীবী। তাঁর অনুরোধ, শর্তসাপেক্ষে যেভাবে পুরীর রথযাত্রায় ছাড় দেওয়া হয়েছিল, কিংবা মুম্বইয়ে পরিশন উৎসবের (Paryushan festival) জন্য জৈন মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে জৈন সম্প্রদায়কে ছাড় দেওয়া হয়েছিল, তেমনই মহরমের শোভাযাত্রা বের করারও অনুমতি দেওয়া হোক।

এই মর্মে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা, এই উৎসবগুলি একটি নির্দিষ্ট জায়গায় আয়োজন করা হয়েছিল। কিন্তু এই মামলায় গোটা দেশকে অনুমতি দেওয়ার আরজি জানানো হয়েছে। তাই পরিস্থিতি একরকম নয়। একটা নির্দিষ্ট জায়গার জন্য হলে বিষয়টি বিবেচনা করে দেখা যেত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen