SSC-কে সময় সুপ্রিম কোর্টের, ৩১ আগস্ট পর্যন্ত বহাল চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৫: নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের সময়সীমা বৃদ্ধি করল শীর্ষ আদালত। স্বভাবতই স্বস্তিতে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার আরও আট মাস সময়সীমা বাড়ল শীর্ষ আদালত। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বেতন-সহ চাকরি করতে পারবেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা।
আগেই সর্বোচ্চ আদালত জানিয়েছিল, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারারা সবেতন চাকরি করতে পারবেন বলেও জানানো হয়েছিল। আজ, বৃহস্পতিবার সেই সময়সীমা বাড়িয়ে আগামী বছর ৩১ আগস্ট পর্যন্ত করা হল।
সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সম্মতি দিল আদালত। যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি এবং আদালতের নির্দেশে যাঁরা ‘যোগ্য’ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন, তাঁদের কাজের সময়সীমা বাড়ানো হল। বর্ধিত সময়কালেও তাঁরা বেতন পাবেন। মনে করা হচ্ছে, আদালতের নির্দেশে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন স্বস্তি পেল।