চিকিৎসকরা শুধুমাত্র জেনেরিক মেডিসিনই প্রেসক্রাইব করতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি মেহতা বলেন, ‘এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয়, তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে।’

May 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিকিৎসকরা শুধুমাত্র জেনেরিক মেডিসিনই প্রেসক্রাইব করতে পারবেন, কোনও ব্র্য়ান্ড নয়। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজস্থানে এই নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে। সেই নির্দেশকে দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানাল আদালত।

এই রায়ে নেতৃত্বে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা। তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করোল। বিচারপতি মেহতা বলেন, ‘এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয়, তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে।’

ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি ব্যবসার জন্য যে অনৈতিক পদ্ধতি অবলম্বন করে, তা রুখতেই নির্দিষ্ট নিয়মের আবেদন জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের তরফে বলা হয়, কোনও ব্র্য়ান্ডের উল্লেখ না করে, চিকিৎসকদের উচিত জেনেরিক ওষুধের নাম লেখা।

শীর্ষ আদালতে দাখিল করা পিটিশনে বলা হয়েছিল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের ঘুষ দেন যাতে তারা রোগীদের নির্দিষ্ট কোনও দামি ওষুধ বা অতিরিক্ত ওষুধ প্রেসক্রাইব করেন। এতে সাধারণ মানুষের যেমন খরচ বাড়ে, তেমনই ওষুধের অতিরিক্ত প্রয়োগে শরীরে খারাপ প্রভাব পড়ে বা ওষুধের উপরে নির্ভরশীলতা বেড়ে যায়। চিকিৎসকদের এই বিনামূল্যে দেওয়া নানা জিনিস বা উপঢৌকন দেওয়ার জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে দায়বদ্ধ করা উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen