সুপ্রিম কোর্টে সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন মঞ্জুর

গুজরাত দাঙ্গা মামলায় অভিযুক্ত সমাজকর্মী তিস্তা শেতলবাদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছে

July 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার সুপ্রিম কোর্টে গোধরা পরবর্তী গুজরাত দাঙ্গা মামলায় অভিযুক্ত সমাজকর্মী তিস্তা শেতলবাদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছে। শীর্ষ আদালতে বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে। এর আগে ওই বেঞ্চ আদেশ দিয়েছিল যে ১৯ জুলাই পর্যন্ত তিস্তাকে গ্রেপ্তার করা যাবে না।

তিস্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ২০০২ সালের গুজরাত দাঙ্গার মামলায় জাল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাত সরকারের তৎকালীন শীর্ষকর্তাদের ফাঁসানোর চেষ্টা করার। গত ১ জুলাই তিস্তার নিয়মিত জামিনের আর্জি খারিজ করে তাঁকে অবিলম্বে আত্মসমর্পণ করতে বলে গুজরাত হাই কোর্ট। এর পরে অন্তর্বর্তী জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিস্তা। সেই আবেদন মঞ্জুর করে তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ দিয়েছে যে তিস্তার পাসপোর্ট দায়রা আদালতের হেফাজতে থাকবে। তিনি যেন এই মামলার সাক্ষীদের প্রভাবিত করার কোনও চেষ্টা না করেন এবং তাঁদের থেকে দূরে থাকেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen