SIR মামলায় নির্বাচন কমিশনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission Of India) নোটিস জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে একই সঙ্গে মামলাকারী দলগুলির উদ্দেশে শীর্ষ আদালতের প্রশ্ন, ‘‘এসআইআর নিয়ে এত ভয় পাচ্ছেন কেন?’’
মামলাকারীদের দাবি, কমিশন অস্বাভাবিক তাড়াহুড়ো করছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। তাঁদের বক্তব্য, এত কম সময়ে এই কাজ শেষ করা সম্ভব নয়। আদালতে আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ‘‘আগে এসআইআর করতে তিন বছর সময় লাগত। এখন কমিশন বলছে এক মাসে শেষ করবে। এতে অনেকের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে।’’
সিব্বলের বক্তব্য, পশ্চিমবঙ্গের বহু এলাকায় এখনও স্থিতিশীল ৪জি বা ৫জি ইন্টারনেট সংযোগ নেই, ফলে অনলাইনে তথ্য আপলোড করাই কঠিন। তিনি আরও বলেন, ‘‘এটা কোনও প্রতিযোগিতা নয়। এসআইআরের মতো সংবেদনশীল প্রক্রিয়া এক মাসে সম্পূর্ণ করা সম্ভব নয়।’’
ডিএমকে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম-সহ একাধিক দল এসআইআরের (SIR) যৌক্তিকতা নিয়ে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। মঙ্গলবার তাঁদের আবেদন একত্রে শুনানি হয়। সিব্বলের আরও অভিযোগ, বিহারের মতো অন্য রাজ্যের উদাহরণ টেনে কমিশন যুক্তি দিচ্ছে, যা প্রাসঙ্গিক নয়।
আদালত এ দিন পর্যবেক্ষণ করে জানায়, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনেরই, তাই তা নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই। বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আপনারা এমন ভাবে বলছেন, যেন প্রথম বার ভোটার তালিকা তৈরি হচ্ছে।’’
বিচারপতি বাগচী তথ্য নিরাপত্তা প্রসঙ্গে বলেন, ভোটার তালিকার (Voter List) তথ্য যেন সর্বসাধারণের নাগালের বাইরে থাকে, তা নিশ্চিত করা দরকার।
শেষে আদালত নির্বাচন কমিশনকে নোটিস জারি করে জানায়, মামলাকারীরা পাল্টা হলফনামা দাখিল করতে পারেন। বেঞ্চ স্পষ্ট করে দেয়, সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এসআইআর সংক্রান্ত কোনও মামলা অন্য কোনও হাই কোর্টে শুনানি করা যাবে না। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৬ নভেম্বর।