OBC মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ Supreme Court-র

রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

July 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: সোমবার, OBC মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। মামলা নিয়ে উচ্চ আদালতে ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। প্রশাসনিক সিদ্ধান্তে কীভাবে স্থগিতাদেশ দেওয়া হল? সে প্রশ্ন তুলে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ ঘোষণা করা হয়। একে রাজ্য সরকারের পক্ষে বড়সড় জয় বলেই মনে করা হচ্ছে।

রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই নির্দেশের উপরই সোমবার স্থগিতাদেশ দিলেন CJI বিআর গবইয়ের বেঞ্চ। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচাররপতি গবই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়।

উল্লেখ্য, গত জুনে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল আদালত। হাইকোর্টের ওই নির্দেশের ফলে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনে। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টে গত সপ্তাহে এই মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতির এজলাস না বসায়, ওই সময় শুনানি হয়নি। সোমবার মামলাটি শুনানির জন্য উঠতেই প্রধান বিচারপতি গবই বলেন, “আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক! হাইকোর্ট কীভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে? আমরা ভেবে অবাক হচ্ছি যে, কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে!”

প্রধান বিচারপতি আরও জানান, সংরক্ষণ তো কার্যনির্বাহী বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ। এর জন্য আলাদা করে কোনও আইন তৈরির প্রয়োজন নেই। প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশকে ‘প্রাথমিকভাবে ভুল’ বলে মনে করা হচ্ছে।হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি গবই, “এ বিষয়ে হাই কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen