উন্নাও ধর্ষণকাণ্ড: দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের, জেলমুক্তি নয় কুলদীপের

December 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে মুক্তি দিয়েছিল দিল্লি হাই কোর্ট। আজ, সেই রায়ে স্থগিতাদেশ শীর্ষ আদালত। দেশের শীর্ষ আদালতের এই রায়ের ফলে আপাতত জেলমুক্তি হচ্ছে না বিজেপির বহিষ্কৃত বিধায়কের।

বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপকে দেওয়া দিল্লি হাই কোর্টের জামিনে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানি ছিল আজ, সোমবার।

গত মঙ্গলবার উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবনের সাজা মকুব করে জামিন দেয় দিল্লি হাইকোর্ট। দিল্লি হাই কোর্ট যাবজ্জীবন সাজা মকুব করার পাশাপাশি ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন বিজেপি নেতার জামিন মঞ্জুর করেন। এরপরই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন নির্যাতিতা, তাঁর মা এবং মানবাধিকার কর্মীরা। নির্যাতিতার অভিযোগ, “কুলদীপ ছাড়া পেলে আমরা নিরাপদ নই। তিনি আমার বাবাকে খুন করিয়েছেন। আমাদের প্রাণহানির আশঙ্কা আছে।” শুক্রবার দিল্লি উচ্চ আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাওয়ের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সহযোগী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে এক নাবালিকা। প্রথম বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি পুলিশ, প্রশাসনকে। অবশেষে দেশজুড়ে প্রতিবাদ হওয়ায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপ গ্রেপ্তার হয়। অপহরণ, ধর্ষণ, ষড়যন্ত্র সহ একাধিক তৃণমূল ওঠে তাঁর বিরুদ্ধে। পকসো আইন-সহ (POCSO) একাধিক ধারায় চার্জ গঠন করে আদালত। কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় দিল্লির আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen