Haryana Panchayat: সুপ্রিম নির্দেশে প্রকাশ্যে EVM জালিয়াতি! পুনর্গণনায় পাল্টে গেল ৩ বছর আগের ফলাফল

তিন বছর আগে হওয়া হরিয়ানার পঞ্চায়েত ভোটে নাটকীয় মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের ইভিএমের ভোটগণনা করা হয়, আর তাতেই উল্টে যায় আগের ফল

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: তিন বছর আগে হওয়া হরিয়ানার পঞ্চায়েত ভোটে নাটকীয় মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের ইভিএমের ভোটগণনা করা হয়, আর তাতেই উল্টে যায় আগের ফল। পানিপথ জেলার বাউনা লাকু গ্রামের সরপঞ্চ নির্বাচনে আগে পরাজিত মোহিত কুমারকেই এবার বিজয়ী ঘোষণা করল আদালত।

২০২২ সালের ভোটে কুলদীপ সিংকে জয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু ফল নিয়ে আপত্তি তুলে মোহিত কুমার মামলা করেন পানিপথের অ্যাডিশনাল সিভিল জজ কাম ইলেকশন ট্রাইব্যুনালে। চলতি বছরের ২২ এপ্রিল ওই মামলায় সন্দেহজনক ৬৯ নম্বর বুথের ভোট ফের গণনার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পরে ১ জুলাই পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে দেয়। এরপর মোহিত কুমার সুপ্রিম কোর্টে যান।

৩১ জুলাই বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ (বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এন. কোটিশ্বর সিং সহ) সব বুথের ইভিএম পুনর্গণনার নির্দেশ দেয়। আদালতের তত্ত্বাবধানে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে ভোটগণনার কাজ সম্পন্ন হয়। ৬ আগস্ট প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোহিত কুমার পেয়েছেন ১,০৫১টি ভোট এবং কুলদীপ সিং পেয়েছেন ১,০০০ ভোট।

ঘটনার পর বিরোধীরা ফের ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আরজেডি নেতা তেজস্বী যাদবের কটাক্ষ, “ইভিএমের দৌলতে এমন অনেক ভুয়ো সরপঞ্চ এখনো দায়িত্বে আছেন!” কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত এই ঘটনাকে বলেছেন “অসাধারণ প্রতারণা”। চণ্ডীগড় মেয়র নির্বাচনসহ অতীতের একাধিক ভোটের গরমিলও নতুন করে আলোচনায় এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen