প্রাক্তন বিচারপতিকে বাসভবন খালি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

২০২২ সালের সংশোধিত নিয়ম অনুযায়ী, কোনও প্রাক্তন প্রধান বিচারপতি অবসরের পর ছয় মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকতে পারেন।

July 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৪: ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়।বর্তমানে তিনি দিল্লির লুটিয়েনস এলাকার কৃষ্ণ মেনন মার্গের টাইপ এইট শ্রেণির বাংলোতে থাকেন, যেখানে থাকার মেয়াদ শেষে হয়ে গেছে গত ৩১ মে। এবার সেই বাড়ি খালি করতে গত পয়লা জুলাই কেন্দ্রকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০২২ সালের সংশোধিত নিয়ম অনুযায়ী, কোনও প্রাক্তন প্রধান বিচারপতি অবসরের পর ছয় মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকতে পারেন। গত ১০ মে, সেই সময়সীমা শেষ হয়ে গেছে।

এই প্রসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণেই তিনি বাড়িটি ছাড়তে পারেননি।

তাঁর দুই মেয়ের বিশেষ প্রয়োজনে চিকিৎসা চলছে। তারা নেমালাইন মায়োপ্যাথি নামে একটি বিরল রোগে ভুগছে, এবং নিয়মিত তাদের AIIMS-এ চিকিৎসা করাতে হয়। সরকারের তরফে তাঁকে একটি বাড়ি বরাদ্দ করা হয়েছে ভাড়ার ভিত্তিতে, তবে অনেকদিন সেটি ব্যবহৃত না হওয়ায় তা বসবাসযোগ্য নয়। সেই বাড়ির সংস্কার শেষ হলেই তিনি সেখানেই চলে যাবেন।

তবে কোনরকম গ্রেস পিরিয়ড না দিয়ে, শীর্ষ আদালতের এভাবে সরাসরি কেন্দ্রকে চিঠি দেওয়ার এই ঘটনা বেনজির বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen