আট সপ্তাহের মধ্যে হাসপাতাল, বাস স্ট্যান্ড, স্টেশনগুলিকে পথকুকুরমুক্ত করার নির্দেশ শীর্ষ আদালতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৩০: পথকুকুর মামলায় বড়সড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলিকে পথকুকুরমুক্ত করতে হবে। পথকুকুরগুলিকে ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে। আট সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ আরও জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে, ওই এলাকায় আর ফেরানো যাবে না।
পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কদিন আগেই জানিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথকুকুরের দৌরত্ম্য ঠেকাতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। প্রতিষ্ঠানের কর্মী এবং অন্যান্যরা খাবার দিয়ে এলাকার মধ্যে পথকুকুরদের রেখে দেন। তা বন্ধ হওয়া দরকার।
শুধু পথকুকুর নয়, জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে বিড়াল এবং যাবতীয় গবাদি পশুদেরও সরানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। গঠিত হবে বিশেষ নজরদারি দল। পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে এই দল।
উল্লেখ্য, পথকুকুরের কামড়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রথমে দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতে বিতর্কের সৃষ্টি হয়। ফলে দেশব্যাপী পথকুকুরদের সামলাতে নীতি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়। কুকুরদের টিকাকরণ ও বন্ধ্যাত্বকরণে জোর দেওয়া হয়। শেল্টার হোমে বন্ধ্যাত্বকরণের পর পুরনো এলাকাতেই কুকুরদের ফেরানোর কথা বলা হয়। কিন্তু আজ বলা হল, একই এলাকায় পথকুকুরদের আর ফেরানো যাবে না।