আর জি কর মামলার বিচার বাংলা থেকে সরছে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বিভিন্ন পক্ষের দেওয়া স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতি। সিবিআইকে চার সপ্তাহ পর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।

November 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর মামলার বিচার বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য ওঠে আর জি কর মামলা। যদিও এদিন আধঘণ্টার মধ্যে শুনানি শেষ হয়ে যায়। বিভিন্ন পক্ষের দেওয়া স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতি। সিবিআইকে চার সপ্তাহ পর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন।

এর পরই বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি প্রস্তাব দেন, ”এ রাজ্যের জনতার বিচারব্যবস্থার উপর ভরসা নেই। তাই এই মামলা অন্য রাজ্যে স্থানান্তর করা হোক।” তা শুনেই রীতিমতো ধমক দেন প্রধান বিচারপতি। বলেন, ”এমন মন্তব্য আপনি করতে পারেন না। কাদের হয়ে আপনি একথা বলছেন? এমন কিছু নয়।” এর পর পত্রপাঠ প্রস্তাব খারিজ করে দেন প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য, ”এধরনের নির্দেশ আমরা দিয়েছিলাম মণিপুরের ক্ষেত্রে। কিন্তু আর কোনও মামলায় দেওয়া হয়নি। এই মামলাতেও স্থানান্তরের কিছু নেই।”

আরজি কর-কাণ্ডে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এক মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘ঘটনার পর ৯০ দিন কেটে গিয়েছে। তদন্তে কোনও অগ্রগতি নেই।’’ এ প্রসঙ্গে প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘‘আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে। নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রায়াল বিচারকের পুনরায় তদন্ত করা নিয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ক্ষমতা রয়েছে।’’

প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় গত ৪ নভেম্বর শিয়ালদহ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen