Supreme Court: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, আর বাধা নেই WBJEE-র ফল প্রকাশে

কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, আর বাধা নেই WBJEE-র ফল প্রকাশে

August 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪২: কলকাতা উচ্চ আদালতের রায়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আজ, শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি (CJI) বিআর গবইয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষার ফলপ্রকাশে আপাতত কোনও বাধা রইল না।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের দিন স্থির হয়েছিল। কিন্তু অন্য অনগ্রসর শ্রেণি (OBC) সংক্রান্ত জটিলতার কারণে জয়েন্টের ফলপ্রকাশ করা যায়নি। তৈরি মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। ২০১১ সালের আগে ওবিসি সংরক্ষণের নীতির উপরে ভিত্তি করেই জয়েন্টের ফলপ্রকাশ করতে হবে, এমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়, ১৫ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে। বিচারপতি চন্দের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। লক্ষ লক্ষ পডুয়ার ভবিষ্যতের উপরে অনিশ্চিয়তার মেঘ ঘনাচ্ছিল। মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন শীর্ষ আদালতে। তাঁদের প্রশ্ন, ‘‘অবিশ্বাসযোগ্য! স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। কী ভাবে এটা করা যায়?’’

OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। ওই মামলার সঙ্গেই জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত মামলাটি সংযুক্ত ছিল। রাজ্যের আইনজীবীরা জয়েন্টের ফলসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। আজ, শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতেই আজ, ২২ আগস্ট সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে খুশি পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষা মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen