ভোটার তালিকা প্রকাশে তাড়াহুড়ো নয়, দরকারে সময়সীমা বাড়ান, কমিশনকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২০: নতুন ভোটার তালিকা তৈরির লক্ষ্যে চালু হওয়া SIR প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাসহ একাধিক রাজ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের আপত্তির পর পরিস্থিতি এখন উত্তপ্ত। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিল, প্রয়োজনে খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট সময়সীমা বাড়ানো হতে পারে।
বুধবার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট মন্তব্য করেন—“যদি আমরা প্রয়োজন মনে করি, তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের ডেডলাইন বাড়ানো সম্ভব।” আদালতের এই পর্যবেক্ষণকে নির্বাচন কমিশনের উদ্দেশে সতর্কবার্তা বলেই মনে করা হচ্ছে।
তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল— একের পর এক রাজ্য SIR প্রক্রিয়ার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে। আবেদনকারীদের দাবি, নির্বাচন কমিশন অত্যন্ত তাড়াহুড়ো করে পুরো প্রক্রিয়া চালাচ্ছে, যা কার্যত মাঠপর্যায়ের কর্মীদের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করছে।
এদিন আদালতে পশ্চিমবঙ্গের BLO-দের পরিস্থিতির প্রসঙ্গও তোলা হয়। আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, চাপের কারণে বাংলায় এক BLO আত্মহত্যা করেছেন — যা পরিস্থিতির গুরুত্ব বোঝায়।
শুনানি শেষে পশ্চিমবঙ্গ সংক্রান্ত আবেদনগুলির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ৯ ডিসেম্বর পর্যন্ত। তামিলনাড়ুর মামলাগুলি পিছিয়েছে ৪ ডিসেম্বর পর্যন্ত।
পর্যবেক্ষকরা বলছেন—সুপ্রিম কোর্টের এই মন্তব্য কার্যত নির্বাচন কমিশনের জন্য বড় বার্তা। কমিশন যদি প্রক্রিয়া চালাতে অস্বাভাবিক তাড়াহুড়ো করে, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করতেও রাজি। অর্থাৎ, SIR প্রক্রিয়ার ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়।