শীর্ষ আদালতের মন্তব্যে উত্তাল সিকিম, বন্‌ধের জেরে বিপাকে পর্যটকরা

দেশের শীর্ষ আদালতের এক পর্যবেক্ষণকে কেন্দ্র করে উত্তাল সিকিম। সম্প্রতি সর্বোচ্চ আদালত এক পর্যবেক্ষণে জানিয়েছে, সিকিমের নেপালিরা বিদেশি বংশোদ্ভূত।

February 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পর্যটকরা পড়েছেন মহাবিপদে! আজ অর্থাৎ শনিবার থেকে পবন চামলিং ৪৮ ঘণ্টার সিকিম বন্‌ধের ডাক দিয়েছেন। বিক্ষোভ, বন্‌ধের জেরে সিকিমের পর্যটনও ধাক্কা খাচ্ছেন। পর্যটকদের যাওয়া-আসা এবং সিকিমে বেড়ানকে ঘিরে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ বন্‌ধ কেন? দেশের শীর্ষ আদালতের এক পর্যবেক্ষণকে কেন্দ্র করে উত্তাল সিকিম। সম্প্রতি সর্বোচ্চ আদালত এক পর্যবেক্ষণে জানিয়েছে, সিকিমের নেপালিরা বিদেশি বংশোদ্ভূত। এই পর্যবেক্ষণকে কেন্দ্র করে সে রাজ্যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সিকিম সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ সংশোধনের জন্য আবেদন করা হয়েছে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আগামী ৯ ফেব্রুয়ারি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকেছেন। সিকিমের প্রধান বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট শনিবার থেকে ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে। সিকিমের নেপালিদের ভিনদেশি বলায়, গত কয়েক দিন ধরেই ক্ষোভে ফুঁসছে সিকিম। সিকিমের আমজনতা রীতিমতো ক্ষুব্ধ, তারা পথে নেমে এসেছেন। এই পরিস্থিতির জেরে সিকিমের আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন ক্ষতিগ্রস্থ হয়েছে। সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিচ্ছেন বহু পর্যটক। যারা ইতিমধ্যেই সিকিমে গিয়েছেন বন্‌ধের কারণে তারা এখন বিপাকে পড়েছেন। বিক্ষোভের জেরে সিকিমের স্বাস্থ্যমন্ত্রী মণি কুমার শর্মা ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রে নেপালের স্বাস্থ্যমন্ত্রী লেখেন, সিকিম সরকার অধিবাসীদের ভাবাবেগকে গুরুত্ব দেয়নি। তাই তিনি অনুভব করছেন, বর্তমান সিকিম সরকারের আর থাকার প্রয়োজন নেই। সিকিমের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সুদেশ জোশীও পদত্যাগ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen