বিয়ের পরে দিনই অস্ত্রোপচার! কেমন আছেন পিয়া?

হাসপাতাল সূত্রে খবর, রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়।

November 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিয়ের পরে দিনই অস্ত্রোপচার!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার পরমব্রতর সঙ্গে বিয়ের কয়েক ঘন্টা যেতে না যেতেই কিডনিতে স্টোনের জন্য অসহ্য যন্ত্রণায় হাসপাতালে ভর্তি হতে হয় পিয়া চক্রবর্তীকে। এই সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। জানা যাচ্ছে, মঙ্গলবার সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ রয়েছেন পিয়া চক্রবর্তী।

সোমবার মাঝরাতে কিডনিতে স্টোনের জন্য কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয় নববধূর। তাই বিয়ের পরদিন, মঙ্গলবার দুপুরেই দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পিয়া। ওইদিনই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে খবর, রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। জানা যাচ্ছে পিয়া এখন একদম স্থিতিশীল রয়েছেন। তবে কবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা স্পষ্ট নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen