টিআরপি-র লড়াইয়ে চমক! হারানো মুকুট ফিরে পেল ‘পরিণীতা’, শেষবেলাতেও প্রথম পাঁচে ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৮: টিআরপি-র দুনিয়ায় স্থিরতা বলে কিছু নেই—এই সপ্তাহে যে এগিয়ে, পরের সপ্তাহে সে-ই পিছিয়ে পড়তে পারে। ছোটপর্দার এই চিরচেনা ওঠানামার মাঝেই চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গেল একাধিক চমকপ্রদ পরিবর্তন।
বেশ কয়েক সপ্তাহ পরে হারানো শীর্ষস্থান ফিরে পেল ‘পরিণীতা’। ধারাবাহিকে নতুন মোড় ও নতুন চরিত্রের আগমন দর্শকের আগ্রহ বাড়িয়েছে বলেই মনে করছেন অনেকে। ৭.১ রেটিং পেয়ে এই সপ্তাহে এক নম্বরে জায়গা করে নিয়েছে এই কাহিনি।
সম্প্রতি গল্পে দেখা গিয়েছে, রায়ানের ছোটবেলার বান্ধবী মহুল বিদেশ থেকে ফিরে এসেছে। মা-কে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে যায় নায়ক। অন্যদিকে, স্বামীকে আড়াল থেকে অনুসরণ করতে গিয়ে পারুলের মনে জন্ম নেয় সন্দেহ ও মান-অভিমান। নায়ক-নায়িকার এই ভুল বোঝাবুঝি এবং আসন্ন নতুন চরিত্রের ইঙ্গিত গল্পে বাড়তি উত্তেজনা যোগ করেছে।
হাড্ডাহাড্ডি লড়াই চললেও খুব একটা পিছিয়ে পড়েনি ‘পরশুরাম আজকের নায়ক’। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু জুটির এই ধারাবাহিক ৬.৯ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম তিন থেকে এই কাহিনিকে সরানো যে সহজ নয়, তা আবারও প্রমাণ করল টিআরপি তালিকা।
নম্বর বাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতী তিরন্দাজ’। এই সপ্তাহে তাদের প্রাপ্ত রেটিং ৬.৮। অন্যদিকে, প্রথম দুই সপ্তাহের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। ৬.৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্বস্তিকা দত্ত অভিনীত এই ধারাবাহিক।
বিদায়বেলাতেও দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছে ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’। দুই ধারাবাহিকেরই শুটিং শেষ হলেও টিআরপি তালিকার প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে তারা। ৬.৪ রেটিং নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে এই দুই জনপ্রিয় কাহিনি।
সব মিলিয়ে বলা যায়, গল্পের মোড়, চরিত্রের আগমন ও আবেগের টানাপড়েন—এই সব কিছুর উপরই নির্ভর করছে ছোটপর্দার সিংহাসন। আগামী সপ্তাহে তালিকায় আরও কী বদল আসে, সে দিকেই এখন তাকিয়ে দর্শক থেকে শুরু করে শিল্পীমহল।