সুন্দরবনে শুরু হয়েছে কুমির গণনার কাজ

শুক্রবার থেকে শুরু হয়েছে এই কুমির গণনার কাজ। আজ, শনিবারও চলবে কুমির শুমারি।

January 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত এক-দুই বছরে বাঘ, বনবিড়াল, মেছো বিড়ালের সংখ্যা নির্ধারণ করেছে বন দপ্তর। এ বার সুন্দরবনের নোনাজলে কুমিরের সংখ্যা জানার চেষ্টা চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে এই কুমির গণনার কাজ। আজ, শনিবারও চলবে কুমির শুমারি।

দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের যৌথ উদ্যোগে ২২টি দল বিভিন্ন খাঁড়ি এবং নদীতে ঘুরে কাজটি করবেন। এ ছাড়াও যে এলাকায় কুমিরের দেখা মিলছে, সেই এলাকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও জলের তাপমাত্রা, লবণতার পরিমাণ রেকর্ড করা হবে।

২০১২ সালে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ৩১টি দল তিন দিন ঘুরে কুমির গণনা করেছিল। ২১টি দল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ও ১০টি দল দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ এলাকায় সন্ধান চালায়। বন দফতরের কথা অনুযায়ী, সে বছর ১৪১টি কুমিরের খোঁজ মিলেছিল সুন্দরবনে। তবে একেবারে ছোট কুমিরদের গণনা থেকে বাদ রাখা হয়েছিল। গত কয়েক বছরে ভগবতপুর কুমির প্রকল্প থেকে অনেক কুমির সুন্দরবনের নদী-খাঁড়িতে ছাড়া হয়েছে। এ বার কুমিরের সংখ্যা বাড়তে চলেছে অনুমান করছেন বনকর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen