মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে মমতা, বলছে সমীক্ষা

যদিও করোনা মহামারীর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও বেশি প্রশংসা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

November 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা ভোটের ঠিক প্রাক্কালে একটি সমীক্ষায় ৩, ১০০ পশ্চিমবঙ্গবাসীর ৭৯% বললেন কালই যদি নির্বাচন হয় তাহলে তাঁরা আবার মমতা বন্দোপাধ্যায়কেই (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বাংলার আসন্ন নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর চেয়ারে ৭৯% ভোটে খুব স্বভাবতই উঠে আসে মমতা বন্দোপাধ্যায়ের নাম। বাকি ২০% নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ভোট দিয়েছেন।

বিজেপির সম্ভাব্য নির্বাচিত মুখ্যমন্ত্রীর তালিকায় ছিলেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয় (Babul Supriyo), মুকুল রায় (Mukul Roy), তথাগত রায় (Tathagata Roy), রাহুল সিনহা (Rahul Sinha)। ৪৩% এদের কাউকেই দেখতে চান না- এই ক্যাটাগরীতে ভোট দিয়েছেন।

আম্পান পরবর্তী পরিস্থিতে রাজ্য সামলানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে ৪৫% মানুষ বলেছেন খুব ভালো, ৩৭% মানুষ বলেছেন ভালো আর মাত্র ৫% মানুষ খারাপ বলেছেন। যদিও করোনা মহামারীর ক্ষেত্রে বেশিরভাগ মানুষই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও বেশি প্রশংসা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen