চব্বিশের ভোটের পর ভোটাররা তালিকা থেকে উধাও জীবিত ভোটাররা? স্ক্রুটিনিতে চাঞ্চল্য
রবিবার বাড়ি বাড়ি পর্যবেক্ষণ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ করছেন। সেই সময়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এপিক গড়মিল। ২০২৪ লোকসভা নির্বাচনে যাদের নাম ছিল তাদের নাম হঠাৎ উধাও হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উল্টোডাঙা, মুচিবাজারে ঘটেছে এমনই অদ্ভুত ঘটনা। কোথাও কোথাও একই বাড়িতে বাদ গিয়েছে মা-ছেলের নাম। স্ক্রুটিনিতে দেখা গিয়েছে ভোটার লিস্টের (voter list) বিভিন্ন পার্টে কোথাও ২৫, কোথাও ৩০ বা ৪০ জনের নাম বাদ গিয়েছে।
রবিবার বাড়ি বাড়ি পর্যবেক্ষণ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ করছেন। সেই সময়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এমন কি ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে জীবিত ভোটারদের নাম। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বরো চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত বলেছেন, ১০০-র উপর ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনকে তাঁদের নামের তালিকা পাঠানো হবে। কেন এমন ঘটনা ঘটল, কীভাবে বাদ গেল, তার উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকে।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজে নেমেছেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা। বাড়ি বাড়ি খতিয়ে দেখা হচ্ছে ভোটার তালিকা। সেই কাজেই একের পর এক ধরা পড়ছে বিষয়টি। নির্বাচন কমিশনের (Election Commission) পোর্টালে এপিক নম্বর চেক করে দেখা যাচ্ছে ‘রেজাল্ট নট ফাউন্ড’। অর্থাৎ এপিক নম্বরের নিরিখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এই ভোটারের কোনও অস্তিত্ব নেই।