Reel বানাচ্ছেন সুশান্ত সিং রাজপুত! এও কী সম্ভব?

রিলটি দেখে সুশান্ত সিং রাজপুতের ভক্তরা নানা রকম কমেন্টে ভরিয়ে দিয়েছেন।

August 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবিকল যেন সুশান্ত সিং রাজপুত। নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে বলিউডের প্রয়াত অভিনেতার ভিডিও। হেয়ার স্টাইল থেকে শুরু করে মুখের আকার, অঙ্গভঙ্গি সবটাই মিলে যাচ্ছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু দেখা গিয়েছে যা অবাক করে দিচ্ছে নেটিজেনদের।

এক ইনফ্লুয়েন্সার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI (Artificial Intelligence)-এর সাহায্যে ভিডিয়ো তৈরি করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি অভিনেতা সুশান্তর মতো লুক তৈরি করেছেন। তাঁর এই রিলটি দেখে সুশান্ত সিং রাজপুতের ভক্তরা নানা রকম কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ করেছেন বিদ্রূপ। আবার কেউ তাঁর প্রিয় অভিনেতাকে আরও একবার জীবন্ত দেখে মুগ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে হিন্দি ছবি ‘কাই পো চে’-র মাধ্যমে অভিষেক হয় সুশান্তের। প্রথম ছবি দারুণ হিট হয়েছিল। এরপর একই বছর তাঁকে দেখা যায় ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এ। এই জনপ্রিয়তার মাঝেই ২০২০ সালে হঠাৎ তাঁর রহস্যমৃত্যু। প্রিয় তারকার আকস্মিক চলে যাওয়ার ঘটনাটি আজও মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। এর মধ্যে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে সুশান্ত লুকের ভিডিও অনুরাগীদের সেই আবেগকেই উস্কে দিল বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen