আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুশান্তের ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’, জানুন কবে

সুশান্ত সিং রাজপুতের ফ্যানেদের জন্য সুখবর!

May 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুশান্তের ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ ছবি সৌজন্যেঃ India tv news

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: MS Dhoni – The Untold Story-র একটি বিখ্যাত ডায়লগ হল – ‘মাহি মার রহা হ্যায়’। সিনেমার বাইরে মাঠে যখন ধোনি ব্যাট করতে নেমে ব্যাট চালায় স্টেডিয়ামে জুড়ে ‘মাহি মার রহা হ্যায়’ পোস্টার দেখা যায়, সোশ্যাল মিডিয়াও দেখা গেছে এই ডায়লগ দিয়ে পোস্ট করছেন অনেকে।

সুশান্ত সিং রাজপুতের ফ্যানেদের জন্য সুখবর! আবারও ফিরতে চলেছে সুশান্ত ধোনি হয়ে। অবাক হচ্ছেন? সুশান্তের মৃত্যু দিন হল ১৪ই মে। প্রয়াত অভিনেতাকে স্মরণ করে ১২ই মে বড় পর্দায় আবারও মুক্তি পেতে চলেছে ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ ছবিটি। এই সিনেমার পরিচালক নীরজ পাণ্ডে।

সুশান্ত সিং রাজপুতের অভিনয় জীবনে এই সিনেমা অন্যতম হিট এবং স্মরণীয় ছবি। ধোনি হলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক যিনি ভারতকে বহু ট্রফি জিতিয়েছেন যার মধ্যে ২০০৭ টি ২০ বিশ্বকাপ ও ২০১১ এর ৫০ ওভারের বিশ্বকাপ একদম প্রথমে স্থান পায়।

এই সিনেমা আবার মুক্তি পাবে শুনে অত্যন্ত খুশি সুশান্ত ও ধোনি ভক্তরা। বড় পর্দায় ধোনির নেতৃত্বে স্মরণীয় মুহূর্ত গুলো সারাদেশের কাছে আবার তুলে ধরাই মূল লক্ষ্য স্টার স্টুডিওস-র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen