২৬/১১-র স্মৃতি উস্কে মহারাষ্ট্র উপকূলে রহস্যজনক বিদেশি নৌকা

মহারাষ্ট্রের রায়গড় উপকূলে দেখা মিলল সন্দেহজনক বিদেশি নৌকার। উপকূল জুড়ে নিরাপত্তা জোরদার। তদন্তে নেমেছে নৌবাহিনী ও পুলিশ।

July 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিনিধিত্বমূলক ছবি/পিটিআই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৭: ২৬/১১-র স্মৃতি উস্কে মহারাষ্ট্র উপকূলে দেখা মিলল রহস্যজনক বিদেশি নৌকার। সোমবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি ‘সন্দেহজনক’ নৌকা দেখা যায়। এরপর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এক আধিকারিক জানিয়েছেন, সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। বলা হয়, ‘সম্ভবত সেটি পাকিস্তানি মাছ ধরার বোট’। এটি রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছিল। এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সেই নৌকাটা ধরা গেলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই আবহে পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা সেই এলাকার নিরাপত্তা জোরদার করে। নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়গড় পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি), বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস), নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা করার আগে আজমল কাসভ-সহ ১০ জঙ্গি জলপথে ভারতে প্রবেশ করে। মূলত পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া এই জঙ্গিরা ‘সমুন্দর জেহাদি’ নামে পরিচিত। ২০০৮ সালের ২৬ নভেম্বর সেই কালো দিন এখনও তাজা দেশবাসীর মনে। সেই ঘটনার স্মৃতি উস্কে সোমবার ফের মহারাষ্ট্র উপকূলে দেখা মিলল রহস্যজনক নৌকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen