টোকিও অলিম্পিক্সে টেবিল টেনিসে দুরন্ত জয় সুতীর্থার

নিজের প্রথম অলিম্পিকে নেমে দুর্দান্ত একটি ম্যাচ খেললেন সুতীর্থা। এদিন সুইডেনের বার্গস্ট্রোমের বিরুদ্ধে সাত সেটের লড়াইয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন সুতীর্থা।

July 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একেই বলে হার না মানা মানসিকতা। একেই বলে দুরন্ত ক‍্যামব‍্যাক। শনিবার টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) টেবিল টেনিসে প্রথম পর্বে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেলন বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ‍্যায়( Sutirtha Mukherjee)। প্রথম পর্বে তিনি হারালেন সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোমকে। ম‍্যাচের ফলাফল ১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫। এই জয়ের ফলে টোকিও অলিম্পিক্সের টেবিল টেনিসে দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন সুতীর্থা। দ্বিতীয় পর্বে সুতীর্থার মুখোমুখি পর্তুগালের ফু ইউ।

নিজের প্রথম অলিম্পিকে নেমে দুর্দান্ত একটি ম্যাচ খেললেন সুতীর্থা। এদিন সুইডেনের বার্গস্ট্রোমের বিরুদ্ধে সাত সেটের লড়াইয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন সুতীর্থা। এরপরই দুরন্ত ক‍্যামব‍্যাক করেন তিনি। পর পর তিন সেট জিতে নেন সুতীর্থা। শেষ সেটে জেতেন ১১-৫ ফলে। হার না মানা মানসিকতার কারণে শেষ অবধি জয়ের মুখ দেখলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen