উপনির্বাচনে শুভেন্দুর ইভিএম বদলের অভিযোগ পাগলের প্রলাপ, কটাক্ষ কুণালের

শুভেন্দুর ইভিএম বদলের অভিযোগকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

November 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উপনির্বাচনে তৃণমূলের বিপুল ব্যবধানের জয়ের পিছনে ইভিএম বদলানোর কারসাজি আছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রবিবার বলেন, “গোসাবার সুব্রত মণ্ডল, দিনহাটার উদয়ন গুহ যা ভোট পেয়েছেন, তা কি কোনও দল পায়? ৮৬, ৮৭ শতাংশ ভোট কেউ পায়? ভোটের মেশিন পাল্টেছে। বেহালা পূর্বের মেশিনের ভোট গোনা হয়েছে গোসাবায়।” তাঁর আরও অভিযোগ, “শান্তিপুর কলেজ বুথে তৃণমূল ৪৭৮ আর আমরা ৮টা ভোট পেয়েছি। ওখানে আমাদের ওয়ার্ড সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ মিলিয়ে ২০ জন কর্মী আছেন। তাঁদের বাড়ির লোক আছেন ৯২ জন। ওখানকার কর্মীরা বলছেন, তা হলে কি আমাদের বাড়ির লোকেরা ভোট দেননি? গোসাবার একটা বুথে আমরা ১টি ভোট পেয়েছি। সেখানে আমাদের জেলার সাধারণ সম্পাদক থাকেন। তাঁর পরিবারে ৮টা ভোট আছে।”

শুভেন্দুর ইভিএম বদলের অভিযোগকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু নিজের মাথা এবং দৃষ্টিভঙ্গি বদলান। বিজেপির সব কর্মী এবং তাঁদের বাড়ির সব লোকের ভোট বিজেপিকেই পেতে হবে, এটা কে বললল? বিজেপির কর্মীদের বাড়ির লোকের ভোট তারা পাচ্ছে না, এটা বিজেপির ব্যর্থতা। আর ভোট তো করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। সেখানে না জানিয়ে উনি এখানে কাঁদছেন কেন? ওঁর চিকিৎসা দরকার।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen