শুভেন্দুর যাবতীয় শিক্ষাগত যোগ্যতা জাল, বিস্ফোরক অখিল গিরি

শুভেন্দু অধিকারীর খারাপ সময় যেনো আর কাটতে চাইছে না। জাল ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জনের মতো শুভেন্দু অধিকারীর যাবতীয় শিক্ষাগত যোগ্যতা নাকি জাল। শুভেন্দু অধিকারী কে এবারে তার নিজের শিক্ষাগত যোগ্যতার সত্তিকারের নাকি জালিয়াতি করে পাওয়া তা প্রমাণ করতে রীতিমত খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।

November 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুভেন্দু অধিকারীর খারাপ সময় যেনো আর কাটতে চাইছে না। জাল ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জনের মতো শুভেন্দু অধিকারীর যাবতীয় শিক্ষাগত যোগ্যতা নাকি জাল। শুভেন্দু অধিকারী কে এবারে তার নিজের শিক্ষাগত যোগ্যতার সত্তিকারের নাকি জালিয়াতি করে পাওয়া তা প্রমাণ করতে রীতিমত খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।

অখিল বলেন, “রাজ্যের বিরোধী দলনেতা এত বড় বড় কথা বলেন। তিনি তো মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ’ বলে বেড়ান। তা ওঁ তো বিশাল পণ্ডিত! ওঁকে বরং সকলে শংসাপত্র দেখাতে বলুন। এত বড় বড় কথা বলেন এদিকে সব ডিগ্রি তো ভুয়ো। দম থাকলে কাগজ দেখান। আমি খোলা চ্যালেঞ্জ করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের বিরোধী দলেনতা বিহার থেকে জাল শংসাপত্র আনিয়েছেন।” যদিও, মত্‍স্যমন্ত্রীর এ হেন মন্তব্যের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া দেননি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এমনকী, বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen