বিজেপিতে যোগ শুভেন্দুর

সমস্ত জল্পনার অবসান।

December 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
শুভেন্দু অধিকারী ও অমিত শাহ

সমস্ত জল্পনার অবসান। অবশেষে অমিত শাহের (Amit Shah) সভায় বিজেপিতে(BJP) যোগ দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই তৃণমূলের একঝাঁক নেতা যোগ দিলেন বিজেপিতে। শীলভদ্র দত্ত, দীপালি বিশ্বাস, বনশ্রী মাইতি, বিশ্বজিৎ কুণ্ডুরা রয়েছেন সেই তালিকায়। অমিত শাহের চপারেই মেদিনীপুরে (Medinipur) পৌঁছনোর কথা ছিল শুভেন্দুর। তবে তিনি একঝাঁক তৃণমূল নেতা-বিধায়কদের নিয়ে আলাদা কনভয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন।

শুক্রবার দল ছেড়ে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল (TMC) বিধায়ক শীলভদ্র দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ই-মেল করে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আজ, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেবেন তিনি। বিজেপি নেতৃত্বের সঙ্গে পাকা কথাও হয়ে গিয়েছে তাঁর।

গতকালই তৃণমূল ছেড়ে দিয়েছেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। শনিবার তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলেও জানিয়েছেন। হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলও দল ছেড়ে দিয়েছেন গতকাল। দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। পাল্টা দলবিরোধী কাজের অভিযোগে সিপিএমও বহিষ্কার করেছে তাঁকে।

তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, মেদিনীপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু। রাজনৈতিক মহলে তিনি শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। গতকাল দুপুরে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতিকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানিয়ে দেন প্রণব।

মালদায় তৃণমূল ছেড়েছেন দলের জেলা সাধারণ সম্পাদক রঞ্জিত বিশ্বাস। তিনি গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাসের স্বামী। গত বিধানসভা নির্বাচনে সিপিএমের টিকিটে জেতার পর তৃণমূলে চলে যান। দল ছেড়েছেন গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আকাশদীপ সিনহাও।

বীরভূম থেকেও দলত্যাগের খবর এসেছে। সিউড়ি এক নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি করম হোসেন খান দল ছেড়েছেন। সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভয় ভট্টাচার্য আবার বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen