জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তাঁরা আর নেই, জানিয়ে দিলেন শুভেন্দু

আরজি কর আন্দোলনে থাকলেও, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আর নেই বিজেপি। সোমবার ঝাড়খণ্ড যাওয়ার পথে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নেমে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

October 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর আন্দোলনে থাকলেও, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আর নেই বিজেপি। সোমবার ঝাড়খণ্ড যাওয়ার পথে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নেমে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “প্রথম দিন থেকেই ছিলাম, কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে ওদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।”

ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে সোমবার অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে সড়কপথে রওনা হন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোলের চৌরঙ্গী হয়ে জামতোড়ার দিকে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি নির্বাচনী প্রচারে যোগ দেবেন বলে সূত্রের খবর। যাওয়ার পথে চিত্তরঞ্জন রোডের চৌরঙ্গি মোড়ের সামনে দলের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen