তৃণমূল না ছাড়ার বার্তা শুভেন্দু অধিকারীর
আসন্ন বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ন বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
November 3, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

তার দল ছাড়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আজ কলকাতায় এসে সব জল্পনায় জল ঢেলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। “তৃণমূলেই আছি”, জানিয়ে দিলেন তিনি।
দিনকয়েক আগে থেকেই তাঁর তৃণমূলে থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মাঝে তাঁর নিজের করা কিছু মন্তব্যই সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। যদিও তাঁর বাবা শিশির অধিকারী সাফ জানিয়েছিলেন যে দল ছাড়ছেন না তাঁরা। সেই কথাই আজ কলকাতায় এসে সাংবাদিকদের বলে গেলেন শুভেন্দু অধিকারী।
নিজেকে ‘ভোটের ডক্টরেট’ দাবি করে তিনি বলেন,”আমি খড়গপুর-কালিয়াগঞ্জে ভোট করেছিলাম। কী ফল হয়েছিল তা সবাই জানে।” আসন্ন বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ন বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।