বাংলা ভাগ করার দাবিকে এবার সিলমোহর দিলেন শুভেন্দু

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কারণে উত্তরবঙ্গে স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছিলেন।

April 29, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

গেরুয়া শিবিরে নাম লিখিয়েই রাজ্যভাগের পক্ষে সওয়াল শুভেন্দুর। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিকে এবার সিলমোহর দিলেন দক্ষিণবঙ্গেরই পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দল বললেই আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবি সমর্থন করবেন, জানালেন শুভেন্দু অধিকারী। ময়নাগুড়িতে এ কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু শুক্রবার বলেন, ‘‘উত্তরবঙ্গে সত্যিকারের কোনও উন্নয়ন এরা (রাজ্য সরকার) করেনি। মুখ্যমন্ত্রী শুধু ঘুরতে আসেন। উত্তরকন্যা এখানে রয়েছে। কিন্তু তার কোনও কাজ নেই। সব ক্ষেত্রেই বঞ্চনা। উত্তরকন্যা থেকে কোনও পরিষেবা পাওয়া যায় না। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হলেও তার থেকে এখনও কোনও পূর্ণাঙ্গ প্রাপ্তি নেই।’’ এমনকি, জিটিএ চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কারণে উত্তরবঙ্গে স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছিলেন। পাশাপাশি পৃথক রাজ্যের দাবি সমর্থন করে তিনি বলেন, ‘‘দক্ষিণবঙ্গে হাঁচি-কাশি হলে এখানে সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গ বিপর্যস্ত হলে দক্ষিণবঙ্গের মানুষদের খুঁজে পাওয়া যায় না। উত্তরবঙ্গের মানুষ যে বার বার আলাদা রাজ্যের দাবি তোলেন, আমি কখনও সে কথা মানিনি। তবে এ ভাবে যদি দক্ষিণবঙ্গের প্রশাসনের দ্বারা উত্তরবঙ্গকে প্রভাবিত বা চালিত হতে হয়, তা হলে আলাদা রাজ্যের দাবি প্রাসঙ্গিক।’’

এই আবহে বিরোধী দলেনেতার শুক্রবারের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উত্তরবঙ্গে স্কুল ছুটি দেওয়ার বিরোধিতা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘শঙ্করবাবুর চিঠি আমিও পেয়েছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen