গত পাঁচ বছরে শুভেন্দুর সম্পত্তি বেড়েছে ৪৪%

এখন শুভেন্দুর মালিকানাধীন স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা।

March 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

২০১৬ সালের পরে ২০২১ সালে ফের নন্দীগ্রামে(Nandigram) প্রার্থী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তবে বড় ফারাক এ বার। জোড়াফুলের বদলে এ বার তাঁর প্রতীক পদ্ম। শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পদের হিসেবও ঘোষণা করেছেন তিনি। সেই হিসেব বলছে, এখন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির(Property) মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা।৫ বছর আগে গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেবে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা।

হিসেব বলছে গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা। ২০১৬ সালে শুভেন্দুর অস্থাবর সম্পত্তি (নগদ ছাড়াও ব্যাঙ্কে থাকা টাকা, শেয়ার, অন্যান্য বিনিয়োগ, গাড়ি ইত্যাদি) পরিমাণ ছিল ১৮ লাখ, ৫২ হাজার ২৪২ টাকা ৩৫ পয়সা। এখন শুভেন্দুর মালিকানাধীন অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা। সেই সময়ে স্থাবর সম্পত্তি ছিল (জমি, বাড়ি ইত্যাদি) ছিল ৪৪ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

এখন শুভেন্দুর মালিকানাধীন স্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। হলফনামা অনুযায়ী শুভেন্দুর নিজস্ব কোনও গাড়ি বা সোনাদানা নেই। মনোনয়নে শুভেন্দু জানিয়েছেন, তিনি ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন। ২০১৯-২০২০ আর্থিক বছরে শুভেন্দু আয় করেছেন ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen