অভিষেককে প্রকাশ্যে হেনস্থা করা কনিষ্ক বিজেপিতে। শুভেন্দুরই চাল? শুরু জল্পনা
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সভা করছেন বিজেপির এই মুহুর্তের প্রথম সারির নেতা।

অভিষেককে প্রকাশ্যে হেনস্থা করার ব্যক্তি কি শুভেন্দুরই ? নির্বাচনের আগে রোজ বদলাচ্ছে বাংলার রাজনীতির সমীকরণ। সাধারণ মানুষ প্রতিদিন দেখছেন একাধিক দলবদল, আর ভাবছেন বাংলার মসনদ নিয়ে, কাকে আনবেন? কে যাবেন নবান্নে। এই দলবদলের ভাবনার সুত্রপাত ঘটেছে হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল (Trinamool) ছেড়ে বিজেপিতে যোগ দানের পর। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সভা করছেন বিজেপির এই মুহুর্তের প্রথম সারির নেতা।
আর স্বাভাবিক ভাবেই প্রতি সভামঞ্চ থেকেই বার বার ক্ষোভ উগরে দিচ্ছেন মা-মাটি-মানুষের দলের বিরুদ্ধে। নাম করে বা না করে কটাক্ষ করছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। শুভেন্দুর এই আকস্মিক দলবদল এবং ভোলবদলে হতবাক বাংলার মানুষ। সমীকরণ মেলাতে পারছেন না কিছুতেই। কিন্তু এই মুহুর্তে সবকিছু ছাপিয়ে প্রশ্ন তুলছে অন্য একটি ছবি।
আর ৫ টা ছবির মতো যতটা সাধারণ ঠিক ততটাই ভাবাচ্ছে এই ছবি বাংলার মানুষকে। ২০১৫ এর ৫ই জানুয়ারি ভরা সভামঞ্চে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত তোলেন এক যুবক। সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সেই ফুটেজ। এই মুহুর্তে যে ছবি ছড়িয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে শুভেন্দুর অন্যতম ঘনিষ্ট কনিষ্ক পান্ডার সঙ্গে ওই যুবক। হিন্দু সংগঠনের এক ব্যনারের সামনে দুজনের ছবি।
সূত্রের খবর সেই যুবক এখন পরিবহন দপ্তরে কর্মরত। এবং ভরা ভিডিওতে দেখা যাচ্ছে কনিষ্ক পান্ডা সেই যুবককে ইঙ্গিত করে মনে করিয়ে দিয়েছেন অভিষেককে চড় মারার কথা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দলত্যাগ করার পরেই ‘দাদার অনুগামী’ হয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন কনিষ্ক পান্ডা। সেখানে আজ ওই যুবকের সঙ্গে কনিষ্ক পান্ডার এই ভিডিও তুলছে একাধিক প্রশ্ন। আজ হঠাত বিজেপি (BJP)তে কেন? অভিষেক কে চড় মারার উপহার কি এটাই? নাকি এসব নিয়ে অনেক আগে থেকেই ঘুঁটি সাজিয়েছিলেন শুভেন্দু।