এনআরসি হচ্ছে না? এবিপি নিউজের সঞ্চালিকাকে সমুচিত জবাব স্বরার

February 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবার খবরের শিরোণামে অভিনেত্রী স্বরা ভাস্কর। হিন্দুস্তান শিখর সম্মেলনে এবিপি নিউজের সঞ্চালিকা রুবিকা লিয়াকাতের সঙ্গে এনআরসি-সিএএ নিয়ে স্বরার দ্বন্দ্বের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্কের শুরু।

ভিডিওতে রুবিকা অভিযোগ করেন যে স্বরার এনআরসি বিরোধিতা অমূলক কারণ এনআরসি নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয় সরকার। রুবিকা আরও অভিযোগ করেন যে স্বরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। এবিপি নিউজের তরফে এই অংশের একটি ভিডিও ক্লিপ টুইট করা হয়। টুইটে লেখা ছিল: “দেখুন নাগরিকত্ব ইস্যুতে স্বরা ভাস্কর ও রুবিকে লিয়াকতের সওয়াল-জবাব”।

কিন্তু সত্যি কি রুবিকে স্বরা ভাস্করকে “চুপ করিয়ে দেন? পুরো ভিডিওতে আমরা দেখতে পাই স্বরা নিজের অবস্থানে অনড় থাকেন এবং তার দিকে তোলা অভিযোগ নস্যাৎ করতে থাকেন। তিনি নিজের উত্তরগুলির জন্যে দর্শকের বাহবাও পেয়েছেন।

স্বরার প্রশংসায় সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই সরব হয়েছে:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen