স্বাস্থ্য পরিষেবার নিরিখে “স্বাস্থ্যসাথী” বনাম “আয়ুষ্মান ভারত” – এগিয়ে কোনটি?

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, যদিও জাতীয় পর্যায়ে একটি বৃহৎ উদ্যোগ, তবুও তার সীমাবদ্ধতা রয়েছে অর্থ বরাদ্দ, বাস্তবায়ন এবং উপকার পাওয়া পরিবার নির্ণয়ে

September 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১.৪৫: পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গত কয়েক বছরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প, যা আজ রাজ্যের প্রতিটি পরিবারের জন্য গড়ে তুলেছে এক নির্ভরযোগ্য স্বাস্থ্য নিরাপত্তা বলয়। এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে গেছে সমাজের প্রতিটি স্তরে, বিনা ব্যয়ে, বিনা জটিলতায়। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, যদিও জাতীয় পর্যায়ে একটি বৃহৎ উদ্যোগ, তবুও তার সীমাবদ্ধতা রয়েছে অর্থ বরাদ্দ, বাস্তবায়ন এবং উপকার পাওয়া পরিবার নির্ণয়ে।

একনজরে দেখে নিন “স্বাস্থ্যসাথী” বনাম “আয়ুষ্মান ভারত” এর মধ্যে এগিয়ে কোনটি?

১. কভারেজ ও উপকারভোগী

আয়ুষ্মান ভারত (PM-JAY):

বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দেওয়া হয় শুধুমাত্র SECC-2011 তালিকাভুক্ত নিম্ন ৪০% পরিবারকে। ফলে বহু দরিদ্র পরিবার এই তালিকার বাইরে থেকে যায়।

স্বাস্থ্যসাথী:

একই পরিমাণ কভারেজ দেওয়া হয় রাজ্যের সব পরিবারকে, কোনও তালিকা বা যাচাই ছাড়াই। এটি একটি সর্বজনীন প্রকল্প, যা কোনও বাছাই প্রক্রিয়ার মধ্যে পড়ে না।

২. অর্থ বরাদ্দ এবং ব্যয়

আয়ুষ্মান ভারত:

কেন্দ্র ও রাজ্য যৌথভাবে অর্থ বরাদ্দ করে (৬০:৪০ অনুপাতে)। কিছু ক্ষেত্রে রাজ্য সরকারকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।

স্বাস্থ্যসাথী:

সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থে পরিচালিত। পরিবারগুলিকে কোনও রকম অর্থ প্রদান করতে হয় না – শূন্য ব্যয়, শূন্য জটিলতা।

৩. অন্তর্ভুক্তি ও সামাজিক প্রভাব

আয়ুষ্মান ভারত:

কার্ড ইস্যু হয় পরিবারের প্রধানের নামে, এবং অনেক সময় নারীরা উপেক্ষিত থাকেন।

স্বাস্থ্যসাথী:

কার্ড ইস্যু হয় পরিবারের মহিলার নামে, যা নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করে। উভয় দিকের পিতামাতা অন্তর্ভুক্ত থাকায় পরিবারিক সুরক্ষা আরও বিস্তৃত হয়।

স্বাস্থ্যসাথী প্রকল্প শুধু একটি স্বাস্থ্য বিমা নয়, বাংলার ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার এক উদ্যোগ, যা বর্তমান মমতার সরকারের আমলে সমাজে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen