ব্যালট নয়! খান EVM, জানেন মিলবে কোথায়?

ভোটের সময় রসগোল্লা-বোঁদে-পান্তুয়া-জলভরা ছেড়ে ইভিএম খাচ্ছেন ভোটাররা।

May 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: বর্তমান

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দেখতে অবিকল ইলেকট্রনিক ভোটিং মেশিনের মতো। কিন্তু কোনও যন্ত্র নয়, আদতে একটি সন্দেশ। খেতেও চমৎকার। খেতে গেলে ছুটতে হবে কুলগাছিয়ায়। প্রমাণ সাইজের ইভিএমের দাম দু’হাজার টাকা। ছোট আকারের ইভিএমের দাম ২৫ টাকা।

ভোট মানেই উন্মাদনা, পাড়ার মোড় থেকে চায়ের আড্ডা, সব জায়গাতেই আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভোট শুধু আলোচনা আর প্রচারেই থেমে নেই। মিষ্টি তৈরি হচ্ছে দোকানে দোকানে। ইভিএম মিষ্টি তৈরি করল কুলগাছিয়ার একটি মিষ্টির দোকান। ছানা-ক্ষীর-চিনি-দুধ-সুগন্ধি ইত্যাদি মিলিয়ে মিষ্টিটি তৈরি করেন দোকানদার।

ইভিএম মিষ্টি ক্রেতাদের আকর্ষণও করছে। ভোটের সময় রসগোল্লা-বোঁদে-পান্তুয়া-জলভরা ছেড়ে ইভিএম খাচ্ছেন ভোটাররা। ইভিএমের ওজন এক কেজি ২০০ গ্রাম। দু’হাজার টাকা দাম। ছোট আকারের ইভিএমের দাম ২৫ টাকা। কুলগাছিয়ার মিষ্টির দোকানটির মালিকের নাম পাপাই খাঁ। তাঁর কথায়, রাজনৈতিক দলের কাছে তাঁর আবেদন, মিষ্টি খান। নিজেদের মধ্যে মিষ্টির মত সুসম্পর্ক তৈরি করুন। তারপর নির্বাচনে সামিল হোন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen