মিষ্টিকেই রাখির আদল দিয়ে গড়ে নজর কাড়ল সালকিয়ার এই দোকান
রাখির মতো দেখতে এই মিষ্টি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে।

মিষ্টি ছাড়া কি বাঙালির সম্পর্ক হয়? আর ভাইবোনের বন্ধনের উৎসবে মিষ্টি তো চাই-ই-চাই। তাই এবার মিষ্টিকেই রাখির আদল দিয়ে গড়ে নজর কাড়ল সালকিয়ার ব্রজনাথ গ্র্যান্ড সন।
রাখির মতো দেখতে এই মিষ্টি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। আর হবে নাই বা কেন? একটি মিষ্টিকেই যদি ভাইয়ের হাতে বোন বেঁধে দেয়, তবে তা একটু অন্যরকম তো হবেই। শুধু তাই নয়, এই রাখি-মিষ্টির দামও রাখা হয়েছে আয়ত্বের মধ্যেই। মাত্র ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই রংবেরংয়ের এই মিষ্টি তাক লাগাচ্ছে সালকিয়ার বাজারে। তবে শুধু রাখিতেই থেমে নেই ব্রজনাথ গ্র্যান্ড সন। চাইলে রাখির আদলে এক পাউন্ডের কেকও কিনতে পারেন ক্রেতারা। সেজন্য বিভিন্ন ধরনের কেক তৈরি করা হয়েছে ওই দোকানের তরফে। এনিয়ে দোকানের মালিক অভিজিৎ দাস বলেন, ভাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করতে রাখির গুরুত্ব অপরিসীম। আর সেই উৎসবে মিষ্টি তো থাকতেই হয়। তাই মিষ্টি আর রাখি– দু’টিকে মিলিয়ে এই মিষ্টি-রাখির ভাবনা। রয়েছে বিভিন্ন রকম কেকের সম্ভারও। ক্রেতাদের কাছে এই রাখি-মিষ্টি এখন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।