চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ উদ্ধার, পুলিশের ভূয়সী প্রশংসা সাঁতারু বুলা চৌধুরীর

গত শুক্রবার হিন্দমোটরের বাড়ি থেকে পদক চুরির ঘটনা ঘটে। সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে রবিবার সকালে গ্রেপ্তার হয় অভিযুক্ত কৃষ্ণ চৌধুরী

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫১: চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর (Bula Chowdhury) ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করেছে রাজ্য পুলিশ। পদক ফিরে পেয়ে খুশি বুলা জানিয়েছেন, “তদন্তে পুলিশের দক্ষতা সত্যিই প্রশংসনীয়।” তবে কিছু মেডেল এখনও নিখোঁজ। বিশেষ করে পদ্মশ্রী সম্মানের সঙ্গে প্রাপ্ত একটি ব্যাজ এখনও ফেরত আসেনি বলে জানিয়েছেন তিনি।

তাঁর কথায় ‘‘পদ্মশ্রী সম্মানের সঙ্গে দুটি ব্যাজ দেওয়া হয়। যে ব্যাজটি রাষ্ট্রপতি আমাকে পরিয়ে দিয়েছিলেন, তা আমার কলকাতার বাড়িতে রয়েছে। কিন্তু অন্য ব্যাজটি আমি খুঁজে পাইনি। আমি বাড়িতেও একবার ভালো করে খুঁজে দেখব। তবে পুলিশ আমাকে বলেছে আমার এখনও অনেকগুলি মেডেল উদ্ধার বাকি রয়েছে। সেগুলো তাঁরা খুঁজে দেবেন। তদন্ত এখনও শেষ হয়নি।’’

আরও পড়ুন: West Bengal Police: চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ উদ্ধার পুলিশের

গত শুক্রবার হিন্দমোটরের বাড়ি থেকে পদক চুরির ঘটনা ঘটে। সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে রবিবার সকালে গ্রেপ্তার হয় অভিযুক্ত কৃষ্ণ চৌধুরী। তার বাড়ি থেকেই উদ্ধার হয় বেশ কিছু পদক ও মেডেল। ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২৯৫টি মেডেল উদ্ধার হয়েছে। তবে তদন্ত এখনও চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen