Bengal means business! মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোনের পর সুইস সংস্থা কয়েক কোটি টাকা বিনিয়োগ করল রাজ্যে

পশ্চিমবঙ্গ সংস্কৃতির পীঠস্থান আমরা জানি, কিন্তু পশ্চিমবঙ্গ শিল্পের গন্তব্যে পরিণত হবে সেটা বোধ হয় এক দশক আগেও কল্পনাতীত ছিল।

June 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৩০: পশ্চিমবঙ্গ সংস্কৃতির পীঠস্থান আমরা জানি, কিন্তু পশ্চিমবঙ্গ শিল্পের গন্তব্যে পরিণত হবে সেটা বোধ হয় এক দশক আগেও কল্পনাতীত ছিল। বিগত এক দশকে পশ্চিমবঙ্গ সরকার শিল্পের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। যন্ত্রাংশ নির্মাণ, রসায়ন, পাটশিল্প, চর্মশিল্প, বস্ত্রশিল্পের বিকাশে পশ্চিমবঙ্গ সবসময়ই এগিয়ে। অঞ্চলভিত্তিক শিল্পে পশ্চিমবঙ্গ এখন ‘ব্র্যান্ড’। হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ইত্যাদি ক্ষেত্রে রাজ্য অভাবনীয় সাফল্য পেয়েছে। এখন আসছে বিদেশি বিনিয়োগও।

কয়েকদিন আগেই হাতবদল হয়েছে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটির। ৩,২৫০ কোটি টাকার বিনিময়ে সাউথ সিটি মল অধিগ্রহণ করছে মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। এবার সুইৎজারল্যান্ডের একটি সংস্থা রাজ্যে তাদের নতুন কারখানা খুলতে চলেছে। সোটেফিন ভারত নামক সংস্থাটি অটোমেটেড পার্কিং ম্যানুফ্যাকচার করে। এই সংস্থার কারখানাটি তৈরি হবে হাওড়ার বাগনানে। বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি সূচনা করেন সুইস সংস্থার শীর্ষ কর্তারা।

বাগনানে অটোমেটেড পার্কিং ম্যানুফ্যাকচারিং কারখানাটি তৈরি করতে সোটেফিন ভারতের তরফ থেকে ৪০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সব মিলিয়ে প্রায় ৪৫ কোটি টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা হবে দুই দফায়। এই কারখানা তৈরি হয়ে গেলে শতাধিক মানুষের কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

এই কারখানা তৈরি হলে তাতে প্রতি বছর বছরে ১০ হাজার অটোমেটেড কার পার্ক বা ২৫টি অটোমেটেড পার্কিং প্রজেক্ট তৈরি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সোটেফিন ভারত। এখানে তৈরি পার্কিং সিস্টেম আমেরিকা ও দুবাইতে রফতানি করবে সংস্থাটি।

সংস্থার ডিরেক্টর জিগ্নেশ সঙ্ঘভি বলেন, ‘বাংলা বিশ্বের উৎপাদন কেন্দ্রে পরিণত হবে। আমরা কেবল দেশেই স্বয়ংক্রিয় গাড়ি পার্কিং সিস্টেমের চাহিদা পূরণ করব না, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও তা রফতানি করব। প্রথম পর্যায়ে, বিনিয়োগের পরিমাণ হবে ২৫ কোটি এবং দ্বিতীয় পর্যায়ে বিনিয়োগ করা হবে ২০ কোটি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen