ভারতে টি-২০ বিশ্বকাপ ঘিরেও অনিশ্চয়তা

May 5, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনার জেরে স্থগিত হয়ে গেল আইপিএল। আর তার ফলে বছরের শেষে দিকে ভারতে হতে চলা টি-২০ বিশ্বকাপ নিয়েও সংশয় দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন যে, অংশগ্রহণকারী কোনও দলই এরপর ভারতে আসতে চাইবে না। এই আবহে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহির নামই উঠে আসছে জোরালভাবে।


চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যদিও হাতে মাসখানেক সময় রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে ১৬ দলের এই প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে দ্বিধাগ্রস্ত। জানা গিয়েছে, এই ব্যাপারে বোর্ডকর্তারা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনাও করেছেন। মোটামুটিভাবে সবাই একমত হয়েছেন যে এই অবস্থায় কুড়ি ওভারের বিশ্বকাপের আয়োজন দেশের মাঠে করা কার্যত সম্ভব। ফলে, আমিরশাহিতে তা আয়োজন করার পথ খোলা রাখা হচ্ছে।


এক বোর্ডকর্তা বলেছেন, ‘এক মাসের মধ্যে আইপিএল বন্ধ করতে হওয়ার মধ্যেই ইঙ্গিত স্পষ্ট যে বিশ্বকাপের মতো ইভেন্ট এই অবস্থায় দেশের মাঠে করা নিরাপদ নয়। নভেম্বরে আবার করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। তাই বিসিসিআই আয়োজক হলেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে আমিরশাহিতে।’


ক্রিকেটমহল মনে করছে, ভারতে যে হারে করোনা সংক্রমণের ঘটনা ঘটছে, তাতে দলগুলোর সুরক্ষা নিয়ে ঝুঁকি নিতে চাইবে না আইসিসি। আগামী ছয় মাসের মধ্যে ভারতে কোনও আন্তর্জাতিক দলই হয়তো আসতে চাইবে না। কারণ, প্রশ্ন উঠে গিয়েছে জৈব সুরক্ষা বলয় নিয়েই।


এদিকে, জুন মাসে সাউদাম্পটনেই ঠিক হয়ে যাবে টেস্ট ক্রিকেটের বিশ্বসেরার মুকুট কাদের মাথায় উঠবে। ভারত না নিউজিল্যান্ড? তবে তার আগেই ‘ক্রিকেট বাইবেল’ খ্যাত উইজডেন ম্যাগাজিন ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ বেছে নিয়েছে। আশ্চর্যজনভাবে এই দলে জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। পাকিস্তানের বাবর আজম ও ইংল্যান্ডের জো রুটেরও নাম নেই। তবে টিম ইন্ডিয়ার  ব্যাটসম্যান রোহিত শর্মা, উইকেটরক্ষক ঋষভ পন্থ ও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন উইজডেনের সেরা একাদশে রয়েছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয় ও দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এই তিন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন। নিউজিল্যান্ড থেকে দু’জন রয়েছেন। কেন উইলিয়ামসন ও অলরাউন্ডার কাইল জেমিসন। আবার কেন উইলিয়ামসনকেই অধিনায়কও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen