এবার টিশার্টেও ‘খেলা হবে’, ইতিমধ্যেই জনপ্রিয়

এ বছর ভোটপ্রচারে ‘খেলা হবে’ স্লোগান নবপ্রজন্মের কাছে সুপারহিট। তাই এই ‘খেলা হবে’ স্লোগানকে ব্যবসার হাতিয়ার করছেন পোশাক ব্যবসায়ীরা।

February 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে বেজেছে ভোটের দামামা। এর মধ্যেই সুপারহিট ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান। শাসক থেকে বিরোধী সকলেই বলছে, ‘খেলা হবে’। রাজনীতির ময়দান তো বটেই, এখন অরাজনৈতিক মানুষজনও ‘খেলা হবে’তে মজেছেন। এবার সেই ‘খেলা হবে’ স্লোগান (Slogan) ঢুকে পড়ল ফ্যাশন জগতেও। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ লেখা টি শার্ট।

শীতকাল বিদায় নিয়েছে। পারদ একটু একটু করে বাড়ছে। গ্রীষ্মে চাহিদা থাকে টি শার্টের (T Shirt)। তার উপরে আবার ভোটের বাজার। তাই ফ্যাশনের দুনিয়ায় রীতিমতো হটকেক ‘খেলা হবে’ টি শার্ট। ভোট আসে, ভোট যায়। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ভোটপ্রচারের অস্ত্র হিসাবে ফি-বছর নতুন-নতুন কৌশল নেয় রাজনৈতিক দলগুলি। দেওয়াল লিখনেও থাকে নানা চমক। কোন রাজনৈতিক দল দেওয়াল লিখনে কী চমক দেয়, তার দিকে তাকিয়ে থাকে আমজনতা। এ বছর ভোটপ্রচারে ‘খেলা হবে’ স্লোগান নবপ্রজন্মের কাছে সুপারহিট। তাই এই ‘খেলা হবে’ স্লোগানকে ব্যবসার হাতিয়ার করছেন পোশাক ব্যবসায়ীরা।

কাটোয়া শহরে এখন দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ প্রিন্টের টি শার্ট। কেনার হিড়িক পড়েছে নতুন প্রজন্মের ক্রেতাদের মধ্যে। কাটোয়া শহরের পানুহাটের পোশাক ব্যবসায়ী রিপন দেবনাথ বলেন, “বাজারে যখন যেটা বেশি চালু থাকে, সেটাকে ডিজাইনের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। যাতে যুবসমাজ আকর্ষিত হয়। তাই এবার ‘খেলা হবে’ এই স্লোগান বাছা হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে ‘খেলা হবে’ সবচেয়ে হিট শব্দবন্ধ।” রিপনবাবু আরও জানান, ইতিমধ্যেই অনলাইনে প্রচুর অর্ডার আসছে ‘খেলা হবে’ টি শার্টের। কাটোয়া ছাড়াও অন্যান্য শহর থেকেও এই টি শার্টের অর্ডার দিচ্ছেন বিক্রেতারা। ব্যবসায়ীদের আশা ভোট মরশুমে আরও চাহিদা বাড়বে ‘খেলা হবে’ গেঞ্জির। দামও থাকছে সাধ্যের মধ্যে। ২০০-৩০০ টাকা খরচ করলেই মিলবে এই টি শার্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen