রবিবার টি ২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, লড়াইয়ে এগিয়ে কে?

টি২০ বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। পাকিস্তান একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে।

June 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
টি২০ বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: রবিবার, ৯ জুন, টি ২০ বিশ্বকাপের মহারণ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ক্রিকেটবিশ্ব জুড়ে চড়ছে উন্মাদনার পারদ। টি২০ বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। পাকিস্তান একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে।

২০০৭ সালে টি ২০ বিশ্বকাপের প্রথম আসরে, ফাইনালে পাকিস্তানকে হারিয়েই কাপ ঘরে তুলেছিল ভারত। ভারত বনাম পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ স্কোরের নজির রয়েছে বিরাট কোহলির, ২০২২ সালে টি ২০ বিশ্বকাপে মেলবোর্নে ৮২ রানের ইনিংস খেলেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০-তে ৫টি ইনিংসে কোহলির মোট রান ৩০৮। সেরা বোলিং পারফরম্যান্স রয়েছে মহম্মদ আসিফের দখলে। ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে ১৮ রানে ৪ উইকেট নেন তিনি। টি ২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী হলেন ইরফান পাঠান। তাঁর উইকেট সংখ্যা ৬। আজ কোন দল জেতে সেদিকেই থাকবে নজর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen