নিয়মরক্ষার ম্যাচে আইরিশদের ৩ উইকেটে হারাল পাকিস্তান
১৮.৫ ওভারে ৭ উইকেটে ১১১ রান তুলে জিতে যায় পাকিস্তান।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। তবে জয় দিয়েই বিশ্বকাপের শেষ করল তারা। গ্রুপ লিগের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল। রবিবার নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। পাক বোলারদের আক্রমণে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আইরিশরা। আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবিরনি(০), পল স্টার্লিং(১), লোরকান টাকার(২), হ্যারি টেক্টর(০), কার্টিস ক্যাম্পের(৭), জর্জ ডকরেল(১১) কেউই রান পায় নি। গ্যারেথ ডেলানি, মার্ক এডের জুটির সৌজন্যে কিছুটা মানরক্ষা হয়েছিল আইরিশদের। গ্যরেথ ১৯ বলে ৩১ এবং এডের ১৯ বলে ১৫ রান করেন।
অপরদিকে পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ইমাদ ওয়াসিম ২ ওভারে ২ রান দিয়ে ৩ উইকেট নেন।এছাড়াও মহম্মদ আমির ২টি, হ্যারিস রউফ উইকেট নেন। ২৩ রানের মাথায় প্রথম উইকেট পরে পাকিস্তানের। ১৭ রান করে আউট হন সাইম আয়ুব। মহম্মদ রিজওয়ান ১৭ রান করে আউট হলেন। এই ম্যাচ ফের ব্যর্থ পাক দলের মিডল অর্ডার ফকর জামনা (৫), উসমান খান (২),সাদাব খান (০), ইমাদ ওয়াসিম (৪) কেউ রান পেলেন না।
পাকিস্তানের বাবর আজম অপরাজিত ৩৪ বলে ৩২ রান করেন। শেষ দিকে আব্বাস আফ্রিদি ১৭ এবং শাহিন শাহ আফ্রিদি ১৩ রান করলেন। ১৮.৫ ওভারে ৭ উইকেটে ১১১ রান তুলে জিতে যায় পাকিস্তান।