ভারত-শ্রীলঙ্কা যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাদ পড়ল কোন বড় শহর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২০: আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাতটি সম্ভাব্য ভেন্যুর তালিকা চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারতের মধ্যে নির্বাচিত হয়েছে আমেদাবাদ, কলকাতা, চেন্নাই, মুম্বই এবং দিল্লি, আর শ্রীলঙ্কা থেকে দুটি শহর রাখা হয়েছে বিকল্প হিসেবে। জানা গেছে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে *আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, বর্তমানে যাকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে ধরা হয়। তবে, পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে যায়, সেক্ষেত্রে কলম্বোকে ব্যাকআপ ভেন্যু হিসেবে রাখা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামকে বাদ দেওয়া হয়েছে, কারণ জুন মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক পদদলিত ঘটনায় ১১ জন প্রাণ হারান। সেই ঘটনার পর নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে ICC ও BCCI এই সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি শেষ হওয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত ছোট শহরের স্টেডিয়ামগুলোতে ম্যাচ আয়োজন করেছিল। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে ICC চাইছে শুধুমাত্র টিয়ার-১ এবং মেট্রো শহরগুলোতে ম্যাচ অনুষ্ঠিত হোক, যাতে নিরাপত্তা ও অবকাঠামো উভয়ই সর্বোচ্চ মানের থাকে।
বিশেষ সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা যদি মূল পর্বে যোগ্যতা অর্জন করে, তাহলে তাদের সেমিফাইনাল ম্যাচ ঘরের মাঠে আয়োজনের সুযোগ পাবে। অর্থাৎ, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হতে চলেছে।
এই সিদ্ধান্তে একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে, অন্যদিকে বাদ পড়া শহরগুলোর ভক্তদের মধ্যে হতাশাও দেখা দিয়েছে। তবু, আসন্ন বিশ্বকাপকে ঘিরে উপমহাদেশ জুড়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে।