বৃহস্পতিবারের অ্যাডিলেডে কি সম্ভাবনা রয়েছে বৃষ্টির? জেনে নিন

আজ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ৬.৩০ নাগাদ ম্যাচ শুরু হবে

November 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Getty Images

টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। ভারতীয় সময় দুপুর ১:৩০ থেকে শুরু হবে এই খেলা। চট জলদি জেনে নিন অ্যাডিলেডে বৃষ্টির পূর্বাভাস কী বলছে।

আজ অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ৬.৩০ নাগাদ ম্যাচ শুরু হবে। তার পরে কি বৃষ্টি হতে পারে? অ্যাডিলেডে আজ সকাল এবং দুপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ। সেই সঙ্গে ১০-২৫ কিমি বেগে হাওয়া বইতে পারে।

অ্যাডিলেডে সন্ধে ৬টা (ভারতে দুপুর ১টা): বৃষ্টির সম্ভাবনা ৭ শতাংশ
অ্যাডিলেডে সন্ধে ৭টা (ভারতে দুপুর ২ টা): বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ
অ্যাডিলেডে রাত ৮টা (ভারতে দুপুর ৩টে): বৃষ্টির সম্ভাবনা ০ শতাংশ
অ্যাডিলেডে রাত ৯টা (ভারতে দুপুর ৪টে): বৃষ্টির সম্ভাবনা ০ শতাংশ
অ্যাডিলেডে রাত ১০টা (ভারতে দুপুর ৫টা): বৃষ্টির সম্ভাবনা ০ শতাংশ
অ্যাডিলেডে রাত ১১টা (ভারতে দুপুর ৪টে): বৃষ্টির সম্ভাবনা ০ শতাংশ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen