সুরের জাদুতে সমাজসেবার অনন্য নজির, ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেল নদীয়ার তবলা শিল্পী সুমন
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১০: মাত্র ১৬ বছর বয়সেই একদিকে যেমন তবলায় আঙুলের জাদুকরী খেলা, অন্যদিকে তেমনই সমাজসেবার প্রতি গভীর দায়বদ্ধতা। এই দুই গুণের অসামান্য মেলবন্ধনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’-এ (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) সম্মানিত হলো নদীয়ার (Nadia) কিশোর প্রতিভা সুমন সরকার (Suman Sarkar)। শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তার এই প্রাপ্তি শুধু জেলা নয়, গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে।
গত ১৩ বছরেরও বেশি সময় ধরে তবলার বোলে নিজেকে উৎসর্গ করেছে সুমন। তার কঠোর অধ্যবসায়ের ফলও মিলেছে হাতেনাতে। ইতিমধ্যেই ভারত তথা বিদেশের মাটিতে ৬২টিরও বেশি মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করেছে সে। তার ঝুলিতে রয়েছে ৪৩টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের শংসাপত্র। যার মধ্যে ২২টিতেই সে প্রথম স্থান অধিকার করেছে। মর্যাদাপূর্ণ ডোভার লেন মিউজিক কনফারেন্স থেকে শুরু করে ভারত–বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা, সবত্রই তার অবাধ বিচরণ। বিশেষত, জাতীয় কলা উৎসবে স্বর্ণপদক জয় তার শিল্পীজীবনের অন্যতম বড় মাইলফলক।
তবে সুমনের কৃতিত্ব লুকিয়ে আছে তার মানবিক উদ্যোগে। নিজের অর্জিত পুরস্কারের অর্থ সে নিজের বিলাসিতায় খরচ করেনি। জামানো অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য তবলা কিনে দিয়েছে। শুধু তাই নয়, তাদের বিনামূল্যে প্রশিক্ষণও দিচ্ছে এই কিশোর। এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে সে প্রতিষ্ঠা করেছে ‘রানাঘাট হিউম্যানিটিজ এডুকেশন সেন্টার’। বর্তমানে ৪২ জন ছাত্রছাত্রী সেখানে সুমনের তত্ত্বাবধানে সঙ্গীত শিক্ষার সুযোগ পাচ্ছে।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসারের পাশাপাশি প্রান্তিক শিশুদের মূলস্রোতে ফিরিয়ে আনার এই প্রচেষ্টার জন্য সুমন ইতিমধ্যেই ভারতরত্ন ড. এম. এস. সুব্বুলক্ষ্মী ফেলোশিপ–সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে সুমনের রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণ আগামী প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।